মাহমুদ পারভেজ

  • ব্যস্ত হয়ে পড়েছি খুব

    মাহমুদ পারভেজ   ব্যস্ত হয়ে পড়েছি খুব। তোদের ভেতর যেসব জোছনা জমেছে যেসব মেঘ জমেছে মাথার ঘিলুতে যেসব বঞ্চনার রোদ মেখেছে বিস্তৃত বুকের পাঁজর সেসব জোছনা, মেঘ আর রোদ গায় মেখে অকালে যেসব পাখি যাচ্ছে নিরুদ্দেশ যেসব হাওয়া নিচ্ছে দম যেসব ফুলেরা দিচ্ছে ছুট তাদের দেখভাল করতে গিয়ে বেমালুম কালের গর্তে ঢুকে পড়ছে সময়।  …

  • স্বপ্নমৃত্যু

    মাহমুদ পারভেজ   দু-চারটে স্বপ্ন মরে গেলে কি হয়!!! প্রতিদিনই মরে ভূত হয়ে যাচ্ছে কত-শত স্বপ্নবাজ মানুষ, হাজার হাজার মানুষের গল্প, অগণন স্বপ্ন কারিগর সেখানে গুটিকয়েক নগণ্য স্বপ্নের মৃত্যুতে এতো শোক কেন? এতো হাহাকার কেন? যেখানে নিত্য এদিকে-সেদিকে হঠাৎ করেই হাওয়া হয়ে যাচ্ছে, সমুদ্রজলে তলিয়ে যাচ্ছে, অট্টালিকার নিচে দেবে যাচ্ছে, ছুরির বুকে গেঁথে যাচ্ছে শত-শত…