মিলটন রহমান

  • ফজিলন বালা

    ফজিলন বালা

    পাড়ে নোঙর ফেলে জলসন্তরণের বিপরীতে স্থির হয়ে আছে নৌকাটি। কোনো তাড়া নেই অন্য কোথাও যাওয়ার। জলের বুকে ব্যসত্ম বৈঠা গেঁথে গেঁথে নৌকাগুলো চলে যাচ্ছে গঞ্জে কিংবা অন্য পাড়ে। কেবল এ-নৌকাটির অন্য কোনো গন্তব্য নেই। এখানেই রোদের শামিয়ানার নিচে থির হয়ে আছে। মাঝে চিৎ হয়ে শূন্য আকাশের সঙ্গে কথা বলছে তরুণ মাঝি আকিনূর। চোখের পলক পড়ে…