মুহাম্মদ ফরিদ হাসান

  • মুখ

    মুহাম্মদ ফরিদ হাসান মূলত আমি একা নই অবিকল আমার মতো দেখতে আমার কণ্ঠস্বর, হাসি-কান্নার রঙে পৃথিবীর অসংখ্য প্রান্ত জুড়ে ঘুরে বেড়ায় আরো অসংখ্য মানুষ। আমি এখানে কবিতা লিখি অ্যামাজনের গহিনে যে থাকে আদিম জীবন আর শ্বাপদ স্পর্শে তার সাথে আমার মুখ, চোখ-চুল মিলে যায় হুবহু যমজের মতো। অথবা একদিন পিরামিডের ভেতরে থাকা জংধরা মমির মুখ…