মৃত্যুরও নাম আছে

  • মৃত্যুরও নাম আছে

    জীবন তো মৃত্যুরই ডাকনাম বিন্দু থেকে হেঁটে এসে বিন্দুতেই ফিরে আসে ঢেউ এই ঢেউ জীবনকে জাগিয়ে দেয় নির্দিষ্ট সীমায় এর বাইরে তুমি আমি কেউ নই ছকের জীবন কিংবা ছকহীন উদোম ক্যানভাসে আঁকা ছবি একই অর্থে প্রকাশিত। হ্যাঁ কিংবা না-এর দ্বন্দ্বে যত হইচই সবই এক সূত্রে গাঁথা জীবনের ডাকনাম মৃত্যু বলেই মৃত্যুরও নাম আছে জীবনের কাছে।…