মোবাশ্বিবর আলম মজুমদার

  • ক্যাকটাস অথবা মানুষের মুখ

    মোবাশ্বিবর আলম মজুমদার   ঘুরে বেড়াই ঘুরে বেড়াই গাছের দিকে মেঘের দিকে বেলা শেষের নদীর দিকে পথে চেনে না পথের মানুষ ঘুরে বেড়াই ঘুরে বেড়াই তোমার পাশে এবং তোমার ছায়ার পাশে। – সুনীল গঙ্গোপাধ্যায়   মাছের গতিবিধিতে যে-সুর আছে সেটা অন্তর্দৃষ্টি দিয়ে পরখ করেন রুহুল করিম রুমী। এবারের প্রদর্শনীতে তাঁর মুখচ্ছবি চিত্রণের পাশাপাশি হাজির করেছেন…