রঙ্গীত মিত্র

  • দুটি কবিতা

    রঙ্গীত মিত্র রেললাইন   তখনো নীলরঙা ট্রেনটি বিকেল নিয়ে আসেনি পাহাড়ের ঢালে সূর্য গড়িয়ে পড়েছে। যদিও আমাদের পায়ে, তুমুল শীতকাল অভিজ্ঞ গাছেদের সাক্ষী রেখে কুয়াশাকে ডেকে আনতে গেছে। অথচ এখনো তোমার স্কুলে ছুটির ঘণ্টা বাজেনি। টাইমলাইনের মতো জেগে আছে পাহাড়ের নিচের রেললাইনটা।   বিপদ   জল নেই, ঝরনাও শুকিয়ে গিয়েছে। বৃদ্ধ ঘোড়ার মতো, পাহাড়ের শরীর…