রবীন্দ্র গোপ

  • যুদ্ধদিনের গান

    রবীন্দ্র গোপ ভোরের সূর্যটা ওইদিন উজ্জ্বল ছিল বেশি আরো লাল টগবগে রক্তলাল গোলাপের চেয়ে বেশি সবুজ মাঠের শস্য-বুকে বসে ছিল দীপ্ত সূর্য বোন ছুটে আসছে ভাইকে পাবে নয়মাস পর। ভাই ফিরে আসছে পতাকা উড়ছে আকাশে আজ জয় বাংলা ফিরে আসছে বাতাসে বাজছে মুক্তির গান পদ্মায় ফিরছে জেলে, জাল ভরে উঠছে রুপালি মাছ আমন ধানের ঘ্রাণ…

  • একটু দেখার কথামালা

    রবীন্দ্র গোপ কেমন আছ কবিতা? চোখের তলায় বিষাদ নদী? আছি কেমন, জান সবি-তা। কাঁদুক নদী কাঁদুক তবু বলি, চলার পথে ভাঙছো যে পার আষাঢ় নদী বাঁধ মানে না, হার মানে না, তাইতো ভাঙে পাড়।   বুকে তোমার জোয়ার-ভাটা কখন আসে যায়? চোখের দেখা নয় সে শুধু মনের দেখা চায় মন কাঁদে বন কাঁদে কাঁদে প্রিয়…