রাজীব

  • বিগত সন্ধ্যার পরে

    রাজীব   তখন নিশ্চুপ সন্ধ্যায় দূরসমুদ্রের মধ্যে ঢেউয়ের কলরব ছিল, তেমন লক্ষ করিনি। সেদিন ভীষণ মগ্ন ছিলাম ভিতরকে বাইরে টেনে আনবার আগ্রহে; তখন আকাশের নীল রংকে অযথা করেছি তোষামোদ এবং বিষণ্ণ বাতাসের গায়ে ছুড়ে দিয়েছি ভীষণ চিন্তামগ্ন মন্তব্যের সনদপত্র! তখন বোধহয় আটকে ছিলাম অহংবোধের রঙিন দেয়ালের খুপরিতে এক উনমাদনায়, নেশায় – তাই অযাচিত করুণা ও…