রানা সরকার

  • নষ্ট শীতকাল…

    দীর্ঘ সমতলের এই বনদেশ, কুয়াশায় সুস্নাত থেকেছে এতকাল – মুক্ত শিশির ঝরেছে, স্বপ্নসাধের পাখিদের দেশে, অজানা বিপুল – প্রবীণ বৃক্ষের ছায়া একাকী রেখেছে ঘিরে, ঘন আর্দ্র ভূমি … এখানে নৈঃশব্দ্যের বেলায় নেই আজ কোথাও চেনা যাপনের ভুল। ছিন্নমূল মানুষের সঠিক ঠিকানা থাকে না এখানে কখনো – আমি নই সমগোত্রীয় কেউ, দেহাতের এই সকরুণ ছায়ায় –…

  • ফেরা

    রানা সরকার বনবিতান থেকে উঠে আসে আমার বিনীত সুজন – মধুমাসে হাওয়া বদলের দিন ফেরে, ফিরে আসে বসন্ত নূতন – এখন পীড়িত প্রতিবেশীর দুঃখকে বড়বেশি ঋতুকালীন মনে হয় – অরণ্যের মাদকতায় চেনা গঞ্জের দুপুর ছোট হয়, মিলিত ছায়ায়। প্রিয় রোদে মুক্ত নিশান ওড়ে একা, দুপুরের গুম্ফার ছায়া অচেতন পড়ন্ত বেলায় – সুখী নীড়ের পাখি খড়কুটো…