রিয়া চক্রবর্তী

  • এসো এই কবোষ্ণ গর্তে : কবিতা হয়ে-ওঠার গল্পটা

    রিয়া চক্রবর্তী আচ্ছা, বাল্মীকিই কি একমাত্র মানুষ, যিনি প্রথম শ্লোক উচ্চারণ করে বিস্মিত হয়েছিলেন? প্রথম আবেগকে নিজেরই অজান্তে বেঁধেছিলেন শব্দে? নাকি প্রতিটি সৃষ্টির সঙ্গেই প্রতিবার স্রষ্টার মনে জন্ম নেয় বাল্মীকির প্রথম সেই বিস্ময়? আসলে মনের প্রতিটি আবেগ, প্রতিটি ভাংচুর দ্বিতীয় সত্তা হয়ে কথা বলে আমাদের মনের সঙ্গে। দীর্ঘ, দীর্ঘ সেইসব আলাপন পর্ব। সেই দ্বিতীয় সত্তারই…