রীপা রায়

  • কৃষ্ণচূড়া

    রীপা রায়   চারিদিকে এত বেগানা বাতাস কৃষ্ণচূড়ার খোলা চুলে লালটিপ অগোছালো অগোছালো লাগে।   ওর কি হায়া আছে? মেঘ ডাকলে তাকে ডেকে যায় বৃষ্টি এসে ওকেই ভেজায়।   অসময়ে ছড়িয়ে দেয় আধপনা ঠোঁটে আকুলে-বিকুলে একা লাগা রূপ প্রগাঢ় ভোরে খুব বেহায়া হয়ে ফুলে আর ফাগুনে ধুলো মেখে নিশ্চুপ।   ওর প্রতি কি ছায়া আছে,…