শামস আল মমিন

  • পিতা-পুত্র

    শামস আল মমিন   খোকা, আয় দেখি, বোস একটু পাশে বোস কোথা যাবি বিকালের এই ঝুরঝুরে হাওয়ায় কেন সাথি হবি মৌন মেঘের মিছিলে   তার চেয়ে আরো কটা পাতা ঝরা আরো কিছুক্ষণ চোখে চোখে থাক; একটা চড়ুই পাখি… কী আশায় পাশে এসে বসে।   খোকা বলে, যাই… আমি বলি, বোস… আর একটু বোস… কালো মেঘগুলো…