শামীম আজাদ

  • চয়েস

    ক্রন্দন, তুমি ভালোবাসো গোপন মানুষ বেগুনি বিষের থালা, দুয়োকথা, বইয়ের ভেতরে চাপাপড়া পাপড়ি, ক্লেদের সাবানে কেচে রাখা কষ্ট আর যা যা কিছু আমারই অন্তর্জ্বালা। কিন্তু তোমাকে করিবে মহিম মহান করিবে গথিক সর্বনাশা। তবু কেন আমি পড়ি তোরই প্রেমে বাঁধি দুই পা তোর রক্ত নূপুরে, কাচের গুঁড়োর উপটানে মাজি এই শ্যামল বরণ গা! আমি বুঝতেই পারি…

  • দাগি

    শামীম আজাদ   দ-প্রাপ্ত দাগির মতো ভিন দেশে ভিন্ন সিথানে শুয়েও চমকে থমকে উঠছি বাংলাদেশের বিবিধ সময়ে।   দারুণ এক অভ্যাসের দায়ে জন্মদাগে বারংবার অশ্রুত গান্ধারে স্পৃষ্ট হচ্ছি আঘাতে আঘাতে কেঁপে  উঠছি নিরন্তর।   কান থেকে গহনা ছুড়ে ফেলেছি নির্ধারিত সেইসব ক্ষণ, সময় ও তারিখে সুস্পষ্ট শুনছি ওই দূরের রক্তচাবুকের শব্দ আর ছলকে উঠছি পরিযায়ী…