শুভাশিস সিনহা

  • দুঁহু

    শুভাশিস সিনহা একদা দুজনে মনে আছে শৈলবালা, হিমনগরীর পথে কেবল চক্ষক্ষর দীপ জ্বেলে ঘুরেছি, নিরন্ন প্রেমতরাসের গান কণ্ঠে নিয়ে জলসায় মজেছে চৌধারে, অভিসারিকারা, কেন চন্দ্রমা গলেছে দুধে, কেন জোনাকি পাহারা দিয়ে অগ্নিফুলে সাজালো বিরহশয্যা, পথান্তর-সংলগ্ন যুগল দেহাতি হারানো মন্দির, প্রত্নবেদনার হৃৎদুর্গ, ভাঙনপ্রস্তর দেখিনি দেখেও তবু, একদা শৈলের ভাবে, হিমনির্ঝরিণী আঙুলে আঙুলে জড়ানো প্রণয়-পত্রাবলি, ভাসে, ওড়ে,…

  • মাধুকরী

    শুভাশিস সিনহা তুমি কাঙালিনী, আমিও কাঙাল, অন্তরীক্ষ-মদিরার ফুল কামনার পরশনে কেঁপে ওঠে আমাদের রুদ্ধস্নায়ুমূলে প্রস্ফুটিত বসমেত্মর দিন, সেই কবে গৃহহারা যে আমরা ফেরার রাস্তায় ঝঞ্ঝা, বিজুলি কি ঊনবর্ষা, বন্দুক, বারুদ শোণিত-আলতা পরে নাচো তুমি, আমি করি গান হাওয়াশিসে আমাদের সংবেদনার ত্বক কবে যেন বৃক্ষক্ষর বাকল, খররোদে পুড়ে পুড়ে যেচেছিল ভালোবাসা-ওষ্ঠ-ছোঁয়া সৌম্যপথিকের ঊর্ধ্বমুখী ক্ষক্ষপ্র তৃষা, নিজেতে…

  • স্বপ্নময়

    শুভাশিস সিনহা   স্বপ্নময় বলে যারা ডাকে, তাদের কখনো আমি দেখি নাই তারা প্রত্যেকেই থোকা থোকা অন্ধকার, ভারি ভারি নিশ্বাসের কালে পাশে থাকে, কেবলই গোঙায়, নখে বা আঁচড় কাটে, আমি সারা অঙ্গ ক্ষত নিয়ে জ্বলি দূর মিথ্যাকাশ, নীল প্রহেলিকা আমারই রক্তের স্বাদ ঠোঁটে নিয়ে পরীরা মাটিতে নামে, ডাকে হাত বাড়িয়ে বনে, তাদের জিভের নিচে শুয়ে…

  • বন

    শুভাশিস সিনহা   ভেবেছি বনের মাঝখানে গাছ হয়ে ছলে ভানে ঝড়ে জলে শীতল-শীতল শিহরণে নিজের ভেতর থেকে কোনো এক পরশন টের পাওয়া যাবে, ছুঁতে গিয়ে আঙুলে অনুভূতির মরা-ভাষা পাঠে ভুল করে ভয়ে-ডরে পালানোর প্রেমরাত ভরিয়ে রেখেছে দেহ, মনের কোটরে পুরে রাখা পাখি, গান শেখে নি কখনো, শুধু সুর পেলে বাতাসে বাতাসে ঠোঁটে তার যাতনার শিস,…

  • চিহ্নহীন দিনের ডায়েরি

    শুভাশিস সিনহা   এক দূরে যে দাঁড়িয়ে থাকে, সে পেছনে দেখে না তাকিয়ে কেবল এদিকে চায়, মাপে পথ চোখে-চোখে, জানে নয়া ঠার, নীরব ধ্বনিতে ওড়াবে মরণধূলি, তারপর হাতে হাত মেলাবে আনন্দে, ‘পরিচয় পেয়ে ভালো হলো’ দূরে থাকে, আরো দূরে তার ছায়া ছুটে গেছে শরীরের দাসত্বের শিকল আলগা করে সে তা দেখল না, এদিকে তাকাল, দেহ…

  • যখন কেবল পাতা ঝরে

    শুভাশিস সিনহা যখন কেবল পাতা ঝরে, গাছের পায়ের তলে আপন দেহের এই খসা অঙ্গমালা তুমি কি দেখতে পাও, তোমারও আগুনরাতে তখন শরীর থেকে পুড়িয়ে পুড়িয়ে লোমভস্ম ফেলে শয্যার ওপর পাখি হয়ে গান করে ধাওন্ত হৃদয়   যখন কেবল পাতা ঝরে ধূলির শরীরে মাখা হবে বলে, কোনো এক বাওকুড়ানির ভালোবাসা তখন পড়ন্ত দিনে তাকে টেনে নেবে…

  • নিশীথ নিশীথ

    শুভাশিস সিনহা   (বাবাকে)   নিশীথ নিশীথ!   শুনল না কেউ নিশীথ বাড়িতে নেই অন্ধ বন্ধ মনের ভিতর মন্ত্রে মন্ত্রে যাত্রাপথ খুলে বাঁশপাতি সাপের মতো সে ঢুকে গেছে মহাগোধূলির ঘরে   ঘরে তোর বউ বাচ্চা মাটিতে লুটিয়ে কাঁদে আলোর সোনার ফুল গাছে গাছে কামনা জাগায়   ঘোর হতে চাওয়া তিথি পায়ের ঘুঙুর খুলে ফাঁস নেবে,…

  • ভাষা

    শুভাশিস সিনহা তুমি যে-ভাষায় কথা বলো তাকে একবার পাখি করে উড়িয়ে দিও আমাদের উঠানের গাছে এসে যেন বসে সে ডাকলেই যেন আমি শিখে নিতে পারি ভুলে যাওয়া স্বর আর সুরগুলো আমরা যেদিন এক হয়েছিলাম সেদিন ভাষাটিকে পুড়িয়েছি দুজনের অন্তর্গত আগুনে পুড়ে খাঁটি হয়েছিল আমাদের ভাষা আজ আমরা পরস্পর ছিন্ন কেউ কাউকে ছুঁতে পারি না জ্বলে…