শ্যামলেন্দু চৌধুরী

  • বিকেলের মঞ্জ

    শ্যামলেন্দু চৌধুরী   এক ফাঁক ছিল তাই শেষ বিকেলে ঢুকল পাখি ঘরে- ঘুলঘুলিতে বাঁধল বাসা তার গাছের বাসা ভেঙে গেছে কালবোশেখির ঝড়ে খড়কুটোতে সাজাল সংসার…   বুকের ওমে তা দেয় ডিমে ফাঁকফোকরে সময় ঝরে যায়… ডিমের ভেতর জেগে ওঠা আর এক পাখি সময়কে ঠোকরায়   দুই বিকেলের গায়ে জড়িয়ে রয়েছে কবিতার নামাবলি আলো ঢলে পড়ে…