সঞ্জয় আচার্য

  • বর্ষার কড়ি

    সঞ্জয় আচার্য যাও মেঘ দূরে … আমার ঘরে রৌদ্রের দেখা নেই রৌদ্রবিহীন সঙ্গীবিহীন গ্রামপথ আজ ফাঁকা যখন থাকি একা মেঘ ভর করি তোমাতেই চোখ রাঙানো বস্ন্যাকবোর্ডে তোমার ছবি আঁকা। বৃষ্টি হলে ভালো লাগে আবার না ভালো একটু যদি পেতাম তোমার আলো, তুমি গেছ দূরে কদমগুলো ভিজছে আমার জানালা এলোমেলো আগুন আকাশ দেখেই আমি ভয় পেয়ে…