সন্ধের ভিড়ে

  • সন্ধের ভিড়ে

    দীর্ঘ বিষাদের গুঞ্জনভরা মানুষের জীবন গহিন সন্তাপ রেখে গান উড়ে যায় নির্জন স্বপ্নেরা দূরে ওড়াউড়ি করে প্রিয় চোখে ভুল জানালায় প্রিয় ছায়া ভুলে থাকা দেখে; কে যেন প্রাচীর তোলে পথে তার চোখের হাসির গন্ধ ভেসে আসে বৃষ্টির ভেতর মন পোড়ে; অতীত ডেকে ওঠে নিঃশব্দে করুণ রঙিন ধুলোছায়া পড়া-রাঙা গোধূলি মেঘ রবীন্দ্রনাথের ধ্রুপদি ফিরে ফিরে আসে…