সরস কথাকার সৈয়দ মুজতবা আলী

  • সরস কথাকার সৈয়দ মুজতবা আলী

    সরস কথাকার সৈয়দ মুজতবা আলী

    ‘প্রথম যখন ঢাকাতে ঘোড়দৌড় চালু হল তখন একটি কুট্টি গিয়ে যে-ঘোড়াটাকে ব্যাক করল সেটা এল সর্বশেষে। বাবু বললেন, এ কী ঘোড়াকে ব্যাক করলে হে? সক্কলের শেষে এল? কুট্টি হেসে বলল, কন্ কি কর্তা, দেখলেন না, ঘোড়া তো নয়, বাঘের বাচ্চা; বেবাকগুলোকে খেদিয়ে নিয়ে গেল। আমি যদি নীতি-কবি ঈসপ কিংবা সাদি হতুম, তবে নিশ্চয়ই এর থেকে…