সাক্ষাৎকার গ্রহণ : দীপকরঞ্জন ভট্টাচার্য

  • ‘একদিন কবিতায় কবিদের নাম থাকবে না – পাঠককে চিনে নিতে হবে’- অলোকরঞ্জন দাশগুপ্ত

    সাক্ষাৎকার গ্রহণ : দীপকরঞ্জন ভট্টাচার্য   ‘এ যেন গুল্মের ডাল, আর আমি একটি বউল,/ তার বেশি নই’, যৌবনবাউল কাব্যগ্রন্থের এই শিশির-ভেজা উচ্চারণ পেরিয়ে তাঁর কবিতায় একদিন জায়গা করে নিল ‘পথে পড়ে থাকে শ্মশান, কুকুর, মানুষ ও বসুমতী/ ছুঁয়ে উড়ে যায় একফোঁটা প্রজাপতি’ তাঁর গিলোটিনে আলপনার ‘ভিয়েৎনাম্নী’ কবিতাটিতে এবং পরে আরো-আরো পথ খরায়-বন্যায় হেঁটে শেষে তাঁকে…