সাম্য ভট্টাচার্য

  • ভাবনা-১

    সাম্য ভট্টাচার্য   ভাবনা ভাবছে সেই দূরসমুদ্রের কথা যেখানে তুমি ফেলেছিলে নিজের নোঙর ঝড়ের আকাশের নিচে। জাহাজ চলে গেছে তোমায় ছেড়ে মধ্যাহ্নের নোনা আন্দোলনে, জলের উচ্ছ্বাস ছুঁয়েছে দৃষ্টিরেখার অন্তিম স্তব্ধতা আত্মমগ্ন বাতাসে, – শিকলের মতো নিষ্ঠুর কান্নায় ভেঙে পড়ে সমসাময়িক শরীর …