সুধীন দত্তের পিতৃস্মৃতি ও কবিতা ‘১৯৪৫’

  • সুধীন দত্তের পিতৃস্মৃতি ও কবিতা ‘১৯৪৫’

    সুধীন দত্তের পিতৃস্মৃতি ও কবিতা ‘১৯৪৫’

    কবিরা কবিতা লেখেন। আমরা পাঠকেরা তার ব্যাখ্যা করি। এবং তা বহুমুখী। কবিতার এটাই সবচেয়ে বড়ো ফাঁদ, ফন্দি কিংবা মজা। আসলে কবিতা একবার কবির কলম থেকে বেরিয়ে পড়লে এর ওপর কবির অধিকার কতটা থাকে, বলা শক্ত; এমনকি তিনি যদি জীবিত থেকেও তার ব্যাখ্যা দেন, তাও সর্বগ্রাহ্য হয় কি না সন্দেহ। আর যদি তিনি থাকেন লোকান্তরে, তবে…