সুব্রতকুমার দাস

  • পোয়েট্রি পত্রিকায় রবীন্দ্রনাথ প্রসঙ্গ

    সুব্রতকুমার দাস আমেরিকার শিকাগো শহর থেকে প্রকাশিত মাসিক কবিতা পত্রিকা পোয়েট্রির সঙ্গে বাঙালি সাহিত্যিকদের যোগাযোগের ইতিহাস একশ বছর পুরনো। ১৯১২ সালের ডিসেম্বর সংখ্যায় সেই যোগাযোগের সূত্রপাত। কবি এজরা পাউন্ডের (১৮৮৫-১৯৭২) পাঠানো রবীন্দ্রনাথ-রচিত ও অনূদিত ছয়টি কবিতা ছাপা হয়েছিল পত্রিকাটিতে। একই সংখ্যায় পাউন্ডের নিজেরও একটা ছোট লেখা ছাপা হয়েছিল রবীন্দ্রনাথ-বিষয়ে। ১৯৫৯ সালের জানুয়ারি মাসে পত্রিকাটির একটি…