সুভাষ মুখোপাধ্যায়

  • ‘Gitanjali second series’ ও সি. এফ. অ্যান্ডরম্নজ : একটি নেপথ্য কাহিনি

    সুভাষ মুখোপাধ্যায় খ্যাতি অখ্যাতির সৌরীন্দ্র মিত্র মন্তব্য করেছেন যে, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারে অলংকৃত হয়ে বিশ্বসাহিত্যে আসন লাভ করার পর অনেকেই সন্দেহ করেছিলেন ‘এ কীর্তি নিশ্চয় তাঁর একক শক্তিতে সম্ভব হয়নি, নিশ্চয় তাঁর রচনা সংশোধন করবার জন্য – হয়তো বা পুরোটাই লিখে দেবার জন্য – কোনো এক প্রচ্ছন্ননামা ব্যক্তি নেপথ্যে ছিলেন। কে সেই ব্যক্তি? কেউ অনুমান…