সূচক

  • সূচক

    আমা‌দের জীবন এখন সূচ‌কের মান নির্ণ‌য়ে টা‌র্গেট ফিলা‌পের আঙটায় ঝু‌লে আছে। নদী ও জ‌লের সারল্য বোঝে না যেজন সে নিতান্তই  কসাই। অসম‌য়ে ধারাপাত খু‌লে ব‌সে‌ছে ভণ্ড না‌বিক। দিগন্ত অব‌ধি কেবলই অপছায়া শস্যহীন বিরানভূমি, রক্তাক্ত না‌ভিমূল। মূর্খ‌দের নগ্ন উল্লা‌সে আঁধার নে‌মে আসে। ভাষাজ্ঞানহীন  কর্কশ দিনরা‌ত্রির কা‌ছে জ্ঞা‌নের কো‌নো মূল্য নেই। স্মৃ‌তি-বিস্মৃ‌তির আয়নায় যেটুকু দেখা যায় অস্থির…