স্বদেশ রায়

  • বিশব শিশুর খেলা

    স্বদেশ রায় গাঢ় অন্ধকারে দূরতম সমুদ্রবুকে ঝড়ো হাওয়া আর মেঘের ডানায় ঢেউগুলো উঠলো ফুলে, তাদের মাথায় মাথায় তখন এক একটি কেশর ফোলানো সিংহ তাদের কণ্ঠ থেকে বেরিয়ে এলো মহাকালের সিংহনাদ বাতাসে বাতাসে ছড়িয়ে পড়লো মহাকালের সেই শব্দতরঙ্গ পৃথিবীতে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো করলো মাথা নত আর গভীর অন্ধকার তাকে জানালো অভিবাদন সূর্যের আলো তখনো জানেনি মহাকালের…