স্বপ্ন ও দীর্ঘশ্বাসের কাব্য

  • স্বপ্ন ও দীর্ঘশ্বাসের কাব্য

    একই দেহে একাধিক সত্তা ধারণ করতেন আবুল হাসনাত। তিনি ছিলেন সম্পাদক, কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও সংস্কৃতি-সংগঠক, যদিও একসময় তাঁর সম্পাদক পরিচিতি প্রধান হয়ে উঠলে বাকি সত্তাগুলি কিছুটা আড়ালে চলে যায়। তিনি কবিতা লিখতেন মাহমুদ আল জামান নামে। সংস্কৃতি-সংগঠক হিসেবে তাঁর কাজকর্ম অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়ে, যদিও ষাট-সত্তরের দশকে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণে বিশাল এক ভূমিকা…