স্বাতী চক্রবর্তী

  • সুখ আর অসুখের গল্প

    স্বাতী চক্রবর্তী   সুখী রাজপুত্র তুমি, অত উঁচু থেকে দুঃখ দেখতে পেলে, জরা ব্যাধি মৃত্যুর ছোবল কিছুতেই এড়ানো গেল না? বোধিদ্রম্নমে ঘুণপোকা, তোমার হৃদপি- পড়ে জঙ্গলের সত্মূপে। তুমি কি জানতে না সবই স্বাভাবিক, এত স্বাভাবিক? এই সব ক্ষুধা মারি শীতের থাবায় জড়সড় অসিত্মত্বের ভার, আশেপাশে অনাবিল নিপুণ আলোকসজ্জা গণতন্ত্র আঙুলের কালি। এতে কিছু পাপ নেই,…