হাবা

  • হাবা

    কোথাও যাব না বলে স্থির বসে আছি একা একা, গঞ্জনার তীরে বসে বসে পেছনের প্রতিও তাকাই দূর থেকে ঘাড় নাড়ে বেগানা হিজল  তবু মনে হয়, তার পাশে, আড়ঠারে  সর্প পাখি কীটেরাও মন্দভাবে ডাকে যেন আর যাবই না আমি   বেতের জঙ্গলখানি সাফ করে দিয়ে  পেছনের ঘুরপথও দশমুখে ডাকে খরাজীর্ণ প্রত্নমেলা সামনে নিয়ে  যাব না ফিরব তার কিছুই…