হাবিবুল্লাহ রাসেল

  • কথায় কথায় পরিহাস

    হাবিবুল্লাহ রাসেল হরিশংকর জলদাসের কথাসাহিত্যে চরিত্র হয়ে আসে প্রান্তিক জনগোষ্ঠী। যেমন – কৈবর্ত, বারাঙ্গনা, মেথর, ধোপা, ব্যাধ, মুচি, কোটনা প্রভৃতি। তাঁর উপন্যাস রঙ্গশালা প্রধান চরিত্র একজন ভিক্ষুক। ভিক্ষুক বক্তা, শ্রোতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ভিক্ষুকের বলার জাদুময়তায় দিনের পর দিন অধ্যাপক আসেন পার্কে, শিরীষ গাছের তলে, কেবল রূপময় গল্প-কাহিনি শোনার জন্য। ঢাকা শহরে ভিক্ষুকটির চল্লিশ বছর…