হামীম ফারুক

  • গুহায়

    হামীম ফারুক রুক্ষ মানচিত্রের মতো মুখ, নিচে আলো ও অন্ধকার ফাঁকা দেশলাইয়ের বাক্স হাতে গুহার ভেতর, একা   সন্ধ্যা নামেনি, বাদুরের ডানা ঝাপটানি শুনি কাঁধের ওপর   মৃত হরিণের শিং, অস্থির স্তূপ ভারী পায়ে পায়চারি – দূরে সতর্ক চোখে কড়া পাহারা, ধোঁয়ার বলয়   গোপন ঝরনায় কারো অসমাপ্ত স্নান টের পাই শিরদাঁড়ায়