হারাধন গাঙ্গুলী

  • এক অর্থবিজ্ঞানীর স্মরণে

    হারাধন গাঙ্গুলী প্র থিতযশ অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, যিনি কৃষি অর্থনীতিবিদ হিসেবেও একটি পরিচয় বহন করেন, তাঁর জীবনীগ্রন্থ বেরিয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। লেখক আসাদুজ্জামান গ্রন্থটির নাম দিয়েছেন সংবর্তন। লেখকের দাবি, সংবর্তন শব্দটি বাংলায় নতুন। যার মানে হচ্ছে, লেখকের ভাষায়, মেঘায়নের প্রক্রিয়া। যার পরিণতি বৃষ্টি। আর এই বৃষ্টি থেকেই ফসল। ড. মাহবুব হোসেনের যাপিত জীবন সংবর্তনের…