হাসানাত লোকমান

  • সেতু

    এ সেতু ভেঙো না এ সেতু সকাল-সন্ধ্যা সোনালি বাঁধন এ সেতু চিৎপ্রকর্ষের উৎকর্ষ সাধন। এ সেতু ভেঙো না এ সেতু স্বপ্ন প্রেম শৈলী শিল্প এ সেতু হৃদয়ের ইতিহাস রেনেসাঁ গল্প। এ সেতু ভেঙো না           নিও না খুলে পাথর সুড়কি           মেরো না গাইতি শাবল           আঘাত করো না এর বুকে এ সেতু তোমার আমার…

  • কবোষ্ণ কবিতার কাপ

    ফুলের অসুখে আক্রান্ত মন হলুদে ভরেছে অবারিত সবুজের মাঠ স্বপ্ন জাগানিয়া তাপে উঠছে নামছে প্রেমের পারদ, হৃদয় ফ্লাস্কে কবোষ্ণ ভালোবাসা প্রতিদিন ঢালি কবিতার কাপে … আমলকি আদরে উষ্ণতা বাড়ে চুমুকে চুমুকে পান করি জীবন লাউয়ের ডগার মতো বাড়ে তৃষ্ণার পাতা ভালোবাসার শরীর ভেজাই ভেষজ বিশ্বাসে দৃষ্টির দুধ আর চেতনার চা-চিনি উজ্জীবিত করে আমার চেতনার ক্যাফেইন…