Aalok Sarker

  • অনস্বীকার্য

    আলোক সরকার কত সহজেই চোখে জল আসে। ছায়া সরে গিয়ে আর একটা ছায়া হয়েছে। ওর সারা গায়ে ছলছল চোখের জল, তুমি তা টের পেয়েছ, জামরুলগাছ? জামরুলগাছ কিছু বলে না, সে ধূসর হয়েছে – তার অাঁধার ঘরে ফেরার সময় হলো, সে ঘরে ফিরবে – ঘরে-ফেরা কত ঠান্ডা, কত বড় একটা ঝিমঝিম আস্তে-আস্তে অপ্রমাণ হওয়া। রাত্রি নামার…