Ahmed Najir

  • আমার বাবা

    আহমেদ নাজির তখন আমি অনেক ছোট। কবুতর, মুরগি ইত্যাদি পশুপাখি পোষার প্রতি আমার দারুণ আগ্রহ ছিল। সর্বসাধারণ্যে শিল্পগুরু বলে খ্যাত আমার বাবা সফিউদ্দীন আহমেদ আমার এ-শখ পূরণের ব্যাপারে যথেষ্ট যত্নশীল ছিলেন। তিনি আমার জন্য নানান রকমের কবুতর আর মোরগ-মুরগি কিনে আনতেন। বাবার কাছ থেকেই জেনেছি, আমার দাদা শেখ মতিউদ্দীনেরও ছিল পশুপাখি পোষার বাতিক। দাদাকে দেখতে…