Badare Munir

  • কবি

    বদরে মুনীর যাবো না, পিঠে ব্যথা; যাবো না বৃত্তের বাইরে – বিদ্রোহের সোজা সমীকরণে ঠাঁই নাই রে! আপোস কাজে লাগে, এক পা পিছিয়েছি, দুই পা আগাতে পারি যেন; জানি তো কাহ্নুপা-লুইপা… ছিলো না কেউ বীর, সমাজ-সংগ্রামী যোদ্ধা, অথবা তাত্ত্বিক, নিরেট জ্ঞানজীবী বোদ্ধা।