Binayok Bandapoddhay

  • প্রতিধ্বনি

    বিনায়ক বন্দ্যোপাধ্যায় আগুনে দাও দুধের বাটি সে হবে ক্ষীর আমার ছায়ায় উঠবে জেগে তোমার শরীর হবেন তোমার রবিঠাকুর তোমার শনি তখন আমার অন্ধতাও তো প্রতিধ্বনি তোমার জিভের পিছু পিছু। বেড়ায় ছুটে ফুলের ভিতর ঘুমিয়ে থাকা সব মুকুটে আর একটিবার মাথা ঢোকায় সর্বহারা আকাশ না থাক। তুমি আমার চোখের তারা।