Canakka Baroi

  • রূপান্তর

    চাণক্য বাড়ৈ বনের বাসিন্দা ছিলে। নেমে এলে জলে। শিকড়ের প্রেম ভুলে মোহনার মায়ায় মজেছ। ‘আজন্ম স্থাণু’ বলে হয়তোবা কটাক্ষ করেছিল কেউ কলঙ্কের বাকল খুলে জলে তাই দিয়েছ সাঁতার ছিপছিপে বাইচের নাও, সন্তরণ পটিয়সী তুমি আজ তড়িৎগতি জলজ ঘোড়া ভুলে গেছ গাছজন্ম, কোকিল, কমলাবউ, ফুলঝুরি শ্যামাদের কথা। এবার নদীতে নেমে মাছের বন্ধু হলে, অচল বৃক্ষ নও,…