Chancal Shariar

  • নীল ওড়নার ঘ্রাণ

    চঞ্চল শাহরিয়ার সোনাবউ বলে ডাক দিলে আর ফিরে আসছে না অদিতির বোন। অপেক্ষার পথ মাড়িয়ে আমিও চলে যাচ্ছি শিমুদের বাড়ি। শিমু ভোরের শিউলি কুড়ানো বালিকা শিমু অনন্ত প্রেমের মন হারানোর সাঁকো মুগ্ধকরা রাতের আশ্রয়। সোনাবউ বলে ডাক দিলে আজ শুধু শিমু হাওয়ায় উড়ছে কেবল নীল ওড়নার ঘ্রাণ।

  • তুমি শুধু বৃষ্টি

    চঞ্চল শাহরিয়ার ইস্কাটন গার্ডেনে বৃষ্টি নামুক তুমি ভিজতে ভিজতে ফুটপাত তারপর গাড়ির দরোজা খুলে সিটে বসতে বসতে মুছে নেবে রেশমি কোমল ঝলমলে চুল। স্টিয়ারিংয়ে আমার হাতে হাত রেখে বৃষ্টি দেখবে আবার…। গাড়ি শাহবাগ পেরিয়ে ঢাকা ইউনিভার্সিটি নাকি গাজীপুর ন্যাশনাল পার্কে ছুটে গেল তুমি খেয়ালই করবে না। তুমি শুধু বৃষ্টি তুমি শুধু মেঘলা আকাশ তুমি শুধু…