Chandrima Dhatta

  • অন্য নদী

    চন্দ্রিমা দত্ত নদীরা বন্ধু বলে নদী হবো-ই এমত বিশ্বাসী নই আমি আমি আমার মতো বন্ধুকে আলো বলে জানি কিছু বন্ধু না-আলো, না-অন্ধকার তাদের থেকে দূরত্ব রেখে এ জন্ম আলোকিত করি কবিতার সাথে। নদী আমার গহন-সই গঙ্গা অনুগামী গঙ্গার বুকে জল ডায়েরি লিখেছি আমি ও কবি। নদীরা বন্ধু বলে, চরাচরে সোনার ইতিহাস, মানুষ সোনার খনি খনন…