Dulal Sarker

  • পাখিদের নিয়ে বসো

    দুলাল সরকার পুরনো পাখিগুলোকে নিয়ে বসো – ওদের মনে আছে প্রাচীন ভোরের সব দৃশ্য, – পাহাড়ের গা-বেয়ে অলংকৃত আকাশের ক্রমশ পরিবর্তনের মধ্যে সূর্যোদয়ের সহিষ্ণু প্রস্তাব, সদ্য ফোটা পৃথিবীর প্রসূতি প্রসূতি গন্ধ প্রশস্ত কপাল থেকে সরিয়ে অজস্র অলক চূর্ণের চিহ্ন নিরীহ ঘুমের ভিতর হয়তো বা ফিরে পেতে পার হারানো মাদুলির স্মৃতিস্বর; পুরনো গল্পের ডালি বিস্মরিত অতীত…

  • যেসব ভোরের জন্য

    দুলাল সরকার যেসব ভোরের জন্য প্রকৃতির সম্মিলিত প্রয়াস যে সমন্বিত প্রস্ত্ততি – বাতাস ও আকাশের স্বাগতিক উচ্চারণে কচি আমন চারার দুহাত তুলে নাচের মুদ্রা, বহমান নদীর পাড়ে পাড়ে বোহেমিয়া পাখিদের নীল ব্যবহার ঘরোয়া আলাপ সেরে বয়ে চলা নদীর সংলাপ; শাপলা ফোটা প্রসারিত জলাশয়ে পাটভাঙা নীলিমার লালাভ অাঁচল ছুঁইয়ে এক মহিমান্বিত উদয়ের পালা, এক হিরণ্ময় স্তব্ধতার…