Farid Ahmed Dulal

  • তিনটি সনেট

    ফরিদ আহমদ দুলাল ক. প্রতিটি স্পর্শের আছে নিজস্ব অলীক অভিধান স্পর্শ-অভিঘাতে ভাঙে সকালের ক্ষোভ-অভিমান, আঙুলের ডগা থেকে স্পর্শ হেঁটে যায় করতলে চিবুক অধর কখনো সুগন্ধ ঘন কালো চুলে; বুদ্ধ-পূর্ণিমা জ্বালায় রাতে আকাশের বাতি চন্দ্রালোকে কনকচন্দ্রিমা উজ্জ্বল নক্ষত্র-স্বাতী, সুচারু চোখের সুনিপুণ কারুকাজে কী মুগ্ধতা খেলে অরণ্য সবুজ সমুদ্র মাতাল স্পর্শরা স্পর্শকে পেলে। স্পর্শ এবং স্পর্শরা হাঁটে…