Faruk Mahmud

  • নতুন বৈশাখে

    ফারুক মাহমুদ নিষেধকণ্টক ঠুকে ঢেকে দিলে আমার আকাশ উন্মুখ জানালা চাই। আলোমুখ। ফেলবো না শ্বাস! ইচ্ছের কপাট বোজা। কড়া হাতে তুলে দিলে খিল চৈত্রময়তায় – মূঢ় দগ্ধতায় – বাঁচা মুশকিল। তোমার চোখের থেকে ঝরে যদি দিগন্তের হাসি কেউ তো বলতেই পারে ‘হে নির্জন, আজো ভালোবাসি’ ভাটিপোড়া ঝামাগন্ধ… তা-ও থাকে রূঢ় রৌদ্রে মিশে চেয়েছি জলের ধারা।…