Halud Fuler Gaan

  • হলুদ ফুলের গান

    অনিল ঘোষ সরষে ফুল ওই ঝোপা ঝোপা হলুদ বলে বেটেছি মন-জাঙালে হলুদ ছটা বিহার কনে সেজেছি (আদিবাসী গান : ২৪ পরগনা) হলুদ ফুল মনের ফুল। মনের কথা। আপন কথা, গোপন কথা। যে-কথা ফুল হয়ে ফোটে, গান হয়ে ওঠে। সারদা সেই ফুলে সাজবে। সেজে নেচে-গেয়ে মাতাল করে দেবে টুসু পরবের হিমেল রাত। শেষ পৌষে টুসু পরব।…