Hamiduzzaman Khan

  • নিসর্গে অন্তর্হিত হৃদয় ও আনুষঙ্গিক

    এস এম সাইফুল ইসলাম গভীর বিষাদে আচ্ছন্ন আজ মানুষের মন। নগর, সভ্যতা ও যান্ত্রিক কোলাহল আমাদের সহজাত বোধ ও সূক্ষ্ম অনুভূতি ক্রমশ ধ্বংস করে চলেছে। প্রকৃতির সঙ্গে বাড়ছে মানুষের দূরত্ব। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের কল্যাণে অনেক কিছুই করেছে সত্যি, কিন্তু একই সঙ্গে প্রকৃতি ও মানুষের মাঝে গড়ে দিয়েছে অগুনতি দূরত্বের দেয়াল। ইট-পাথরের দেয়ালঘেরা শহর মানুষকে…