Imrul Chowdhury

  • খোয়াবনামার কবিতাগুচ্ছ

    ইমরুল চৌধুরী এক ছেলেবেলায় আমার যখন গলা সাধবার বয়স সকাল-সন্ধ্যা হারমোনিয়ামের রিড চেপে কত না বেসুরো গলা সেধেছি। কিন্তু গান আমার শেখা হয়নি। সেই থেকে আমি গানের পেছন পেছন ছুটছি রাত জেগে অ্যালকোহলিক টেলিভিশনে প্রিয়শিল্পীর লাইভ শো দেখি কখনো বা সরগম নিয়ে সরাসরি কথা বলি কত না বাদ্যযন্ত্রের ডামাডোলে ফকির আলমগীর কোনো একটা চুরি করা…