Jainab Faruque Ali Shama

  • কথোপকথনে স্থপতি মাজহারুল ইসলাম

    জায়নাব ফারুকী আলী শামা যুক্তরাষ্ট্র থেকে ফিরে স্থপতি হিসেবে চাকরি খুঁজছি। মা বললেন, এদেশের সবচেয়ে শ্রদ্ধেয় স্থপতি মাজহারুল ইসলামের উপদেশ নেওয়ার জন্য। আমি তাই গেলাম সেই ঐতিহাসিক লাল ইটের বাসায় তাঁর সঙ্গে দেখা করার জন্য। আমরা বসলাম সামনের বারান্দার শান্ত, ঠান্ডা পরিবেশে। আলোচনার শেষে গুরু হেসে বললেন, ‘বাঙালি হতে হবে, মনে, প্রাণে, পুরোমাত্রায়।’ আমার বুঝতে…