Jaldi Haydar

  • চাঁদের তিনচাকা রথ

    জলধি হালদার   অতিকায় তিমিরা যেখানে লেজ উলটে দেয় হাঙর ও হারিকেনের খতরনাক কামড় ওত পেতে থাকে নেকড়ের ক্ষিপ্রতায় ঘোরাফেরা করে জলদস্যুরা…   বাঁ-কাঁধে ঝুলছে ওয়াকিটকি, ডান হাতে টর্চ, সুনসান রাতে এপি ওয়াচের সামুদ্রিক নৈঃশব্দ্যে ঢেউয়ের মাথায় ভেসে ওঠে কবেকার হারিয়ে যাওয়া কলম্বাসের টুপি।   গ্রহ-নক্ষত্রের ছায়াগুলি রাতের থমথমে জলে ভাঙা অক্ষরে কী যেন লেখে,…