Jothivhusan

  • জ্যোতিভূষণ চাকী

    অনির্বাণ রায় আমার মামাবাড়ির উলটোদিকে থাকতেন শিল্পী সীতেশ রায়। যামিনী রায়ের ধরনে ছবি অাঁকতেন। ইশ্কুলে ছুটিতে মামাবাড়ি এলে সময়-সুযোগ পেলেই চলে যাই সীতেশ রায়ের ঘরে। একদিন তাঁর টেবিলে দেখলাম একখানা ছড়ার বই। ছড়া পিদ্দিম জ্বলে। লেখক জ্যোতিভূষণ চাকী। ছবি সীতেশ রায়। এই প্রথম তাঁর নামের সঙ্গে পরিচয়। সাক্ষাৎ পরিচয় ঘটেছিল বেশ কয়েক বছর পরে। এক…