Kamal Chowdhury

  • বর্ষার কবিতা

    কামাল চৌধুরী বর্ষা কবিতা মেশিন বর্ষা কবিতা মেশিন – ভেজা হাত লিখছে পৃথিবী দিস্তা দিস্তা রিম রিম লেখা হচ্ছে ভালোবাসাবাসি দুজনেই কাকভেজা; দুজনেই অসামান্য ঋতু আমরা এভাবে শোন, পদ্য লিখে কবি হতে আসি। তরঙ্গ জানালাজুড়ে; দীর্ঘশ্বাসে কাঁপে বাঁশপাতা বুকের বাঁপাশে আজ। রাত দুটো ঘড়ির কাঁটায় সেকেন্ড মিনিট লুপ্ত; লুপ্ত আজ রাত্রি, ঘুমঘোর পয়ারে ঝাঁপায় বৃষ্টি,…