Kazi Khalid Ashraf

  • মাজহারুল ইসলামের পরলোকগমন ও আধুনিকতাবাদের অন্তিম মুহূর্তে কিছু কথা

    কাজী খালিদ আশরাফ   একজন মানুষ ও তাঁর কর্ম, এ দুইয়ের সম্পর্ক বড় করে দেখা দেয় সে-মানুষটার মৃত্যুর পর। আর মানুষটা যদি হয় একজন স্থপতি, ব্যাপারটা আরো ভাবার বিষয় হয়ে ওঠে। তখন ভাবনায় দোলা দেয় দেহ আর গেহর এক প্রাচীন সামঞ্জস্য। লুই কানের সন্তান, ন্যাথানিয়েল, তাঁর স্বনামধন্য স্থপতি পিতার মৃত্যুবরণের বহু বছর পর একটা অতুলনীয়…